Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
এতিমকে ডিসি স্যারের নগদ চেক প্রদান
Details

গত ১৭-০৫-২০১২ইং তারিখে ওমেদপুর গ্রামে বজ্রপাতে নিহতের পরিবারকে ২০-০৫-২০১২ইং তারিখে মাগুরা জেলার মাননীয় জেলা প্রশাসক মহোদয় নগদ ১০,০০০/=টাকার চেক প্রদান করেন।গত ১৭/০৫/২০১২ইং তারিখে ওমেদপুর গ্রামে বজ্রপাতে একই পরিবারে স্বামী এবং স্ত্রী মারা যায় এবং তাদের আরো দু সন্তান আহত হয়ে এখনও হাসপাতালে অবস্হান করছে।নিহতের বড় ছেলে মোঃ ফেরদৌস বিনোদপুর ডিগ্রী কলেজে একাদশ শ্রেনীতে লেখা পড়া করছে।আমাদের মহম্মদপুর উপজেলার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ সামসু দ্দৌজা সাহেব উক্ত তারিখে ঘটনা স্হল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।ইউএনও স্যার মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব সুশান্ত কুমার কে ঘটনার বিস্তারিত বললে মাননীয় মহোদয় সাহেব ২০/০৫/২০১২ ইং তারিখে বালিদিয়া ইউনিয়ন পরিদর্শক কালে নিহতের পরিবারকে উক্ত টাকা সাহায্য স্বরুপ প্রেরন কনের।

Images
Attachments